• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন

ঈদ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় ও ছিন্নমূল মানুষকে কাপড় দিলেন ইশা ছাত্র আন্দোলন

সাংবাদিকের নাম / ৫৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২০

নিউজ ডেস্কঃ শনিবার (২৯ রমজান) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্নস্থানে পথশিশু, অসহায় ও ছিন্নমূল প্রায় দেড় শতাধিক মানুষের মাঝে ঈদ উপলক্ষে কাপড় বিতরণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন, ইশা ছাত্র আন্দোলন ঠাকুরগাঁও জেলা সভাপতি মুহাম্মাদ সারাফাত হোসেন, সাবেক জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুস সামাদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ শাহেদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আব্দুস সালাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ নূরে আলম সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহিমসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এ সময় শেখ মুহাম্মাদ আল-আমিন বলেন, বস্ত্র মানুষের একটি মৌলিক অধিকার। কিন্তু বৈশ্বিক এ মহামারির সময় মানুষের খাবারের ব্যবস্থা কোনভাবে হলেও বস্ত্র কিনতে পারছে না অনেকেই। তাই বিগত দিনের ন্যায় এ সংকটকালীন সময়ে পথশিশু, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফুটানোর চেষ্টা করছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
তিনি কোভিড-১৯ সৃষ্ট বিপর্যয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এবং ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচির সাথে সংশ্লিষ্ট সকলের জন্য উত্তম প্রতিদানের দোআ করেন।


এধরনের আরও সংবাদ