নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের মানবিক সেচ্ছাসেবী সংগঠন জুলুমবস্তি খাদ্য সামগ্রী নিয়ে ছুটেছেন মানুষের বাড়িতে বাড়িতে। করোনা পরিস্থিতির পর থেকেই এই সংগঠনের সদস্যরা বিভিন্নভাবে অসহায় নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের পাশে দাড়িয়েছেন। এবার ঈদ উপলক্ষে ঈদ উপহার হিসেবে শতাধিক মধ্যবিত্ত পরিবারকে বিনামুল্যে খাদ্য সহায়তা প্রদান করেছেন বাড়ি বাড়ি গিয়ে। মধ্যবিত্ত মানুষেরা লজ্জায় কারো কাছে চাইতে না পারা এমন পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনটি। ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী হিসেবে মুরগী, সেমাই, চিনি, দুধসহ বেশকিছু পণ্য রাতের আধারে বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয়েছে। এসময় সংগঠনের নবনির্বাচিত সভাপতি সিয়াম, সাধারন সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্তিত ছিলেন।
সংগঠনের সভাপতি সিয়াম ও সাধারন সম্পাদক আরাফাত হোসেন সাগর জানান, আমরা আমাদের সাধ্যমত চেস্টা করছি এ সংকটময় সময়ে কিভাবে কর্মহীন,অসহায়, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষকে কিভাবে সহায়তা প্রদান করা যায়। সকলের সহযোগীয় আমরা তা করতে পেরেছি। আগামীতেও আমরা তাদের পাশে থাকার চেস্টা করবো। তবে অবশ্যই সকলের সহযোগীতা আমাদের প্রয়োজন।