• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

ঈদ উপলক্ষে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাব

সাংবাদিকের নাম / ৫৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২০

নিউজ ডেস্কঃ ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাব। গতকাল জেলা শহরের টিকাপাড়া ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সদস্যদের পক্ষ থেকে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে উন্নতমানের খাবার সামগ্রী বিতরণ করেন।
ক্লাবের সদস্যরা জানায়, অন্তত ঈদের দিন যেন দুস্থ্য পরিবারেরা একবেলা মাংস দিয়ে দু’মঠো খাবার খেতে পারে সে কারনে ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের সদস্যদের উদ্যোগে প্রত্যেক পরিবারকে একটি করে মুরগী, পোলার চাল, খোলা সেমাই, লাচ্ছা সেমাই প্যাকেট, চিনি, দুধের কৌটা, লাক্স সাবান,পচা সাবান ও সোমাই মসলা দেয়া হয়। আর এসব খাদ্য সামগ্রী পেয়ে খুশি ত্রাণ প্রাপ্তরা।
বিতরনের সময় ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সদস্য এস এম শাহজাহান, রাজিউর রহমান রাজেক, রাসেদুজ্জামান রাসেদ, শামীম, লিমন, মামুন, বাবলা, নুরনবী উপস্থিত ছিলেন। এ ক্লাবের পক্ষ থেকে এর আগেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয় বলে জানায় ক্লাবের সদস্যরা।


এধরনের আরও সংবাদ