• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ পূর্বাহ্ন

ঈদে ছুটি বাড়ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ আসন্ন ঈদ-উল-আজহায় সরকারি ছুটি তিনদিনই থাকবে এবং এ ছুটি বাড়ানো হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ছুটিকালীন কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলেও জানান তিনি।বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পখাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটিসহ শিল্প এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।তিনি বলেন, সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই তৈরি পোশাকসহ শিল্প-কলখানার শ্রমিকদের ছুটি থাকবে। শ্রমিকদের জুলাই মাসের বেতন-ভাতা নিয়ে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ইতোমধ্যে জুন মাসের বেতন দেয়া হয়েছে। জুলাই মাসের বেতন-ভাতা, বোনাসের বিষয়ে বিজিএমইএ’র সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে শ্রম মন্ত্রণালয়।


এধরনের আরও সংবাদ