• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

ইতালীতে ভেনিস বাংলা স্কুলে চিএাঙ্কন প্রতিযোগিতা

সাংবাদিকের নাম / ৬৯ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

জাকির হোসেন সুমন , ব্যুারো চীফ ইউরোপ : প্রবাসে বেরে উঠা ছোট ছোট ছেলে মেয়ে দের নিয়ে চিএাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেন ইতালীর ভেনিস বাংলা স্কুল । প্রতিযোগিতায় অংশ নেন ভেনিস বাংলা স্কুলের প্রায় ৬৫ জন শিক্ষার্থী । ছোট ছোট শিক্ষার্থীদের আকা ছবি গুলো মনে করিয়ে দেয় বাংলাদেশ ও মানচিএ কে । ৬৫ জন শিক্ষার্থীর আকা ছবি গুলো যাচাই বাছাই করে মোট ২৫ জনকে পুরস্কার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার , এম ডি আক্তার উদ্দিন , নাসির উদ্দিন পান্না , পলাশ রহমান , সোহেলা আক্তার বিপ্লবী , রুনু আক্তার , নাসরিন আক্তার , আসিক পল্স , সুরাইয়া আক্তার , দিলারা জামান , নুরে আলম , রিয়াজুল ইসলাম , আব্দুর রহমান , মেহেরুন নেছা মলি সহ আরো অনেকে ।


এধরনের আরও সংবাদ