• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

ইতালি ফেরত ৪৮ জন কোয়ারেন্টাইনে

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ইতালি থেকে শনিবার রাতে ফেরা আরও ৪৮ যাত্রীকে গাজীপুরের মা ও শিশু কল্যাণকেন্দ্রে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রাতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বিমানবন্দরে অবতরণের পর, বিআরটিসির একটি বাসে করে তাদেরকে গাজীপুরে নেয়া হয়।
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, এই ৪৮ জনের মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ রয়েছে কিনা, এ জন্য যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পর্যবেক্ষণে রাখার পাশাপাশি তাদেরকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক নানা পরামর্শ দেয়া হবে।
এদিকে, রোববার সকালে ইতালি থেকে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরও দেড় শতাধিক যাত্রী ফেরেন।
এর আগে, শনিবার সকালে ইতালি থেকে দেশে ফিরেছেন ১৪২ জন। সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের আশকোনায় হজ ক্যাম্পে নেওয়া হয়েছিল। প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হয়।


এধরনের আরও সংবাদ