• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

ইতালিতে বাংলাদেশীদের সতর্ক থাকার আহ্বান: রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদারের

সাংবাদিকের নাম / ৩২ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০

জাকির হোসেন সুমন,ব্যুরো চিফ ইউরোপ: ইতালিতে বাংলাদেশ দূতাবাস দেশটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

রাষ্ট্রদূত বলেন , ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে দূতাবাসের সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলছে। প্রবাসী বাংলাদেশিদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ পোষণ করলেই রোম দূতাবাসের হেল্প ডেক্স নাম্বারে ( ‌‌ 333 744 1690, 389 475 6902) জানাতে অনুরোধ করেন। এছাড়াও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান (329 4305 ও 320 224 4829) যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।

রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বলেছেন, ইতালির উত্তরাঞ্চলীয় শহর গুলোতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সংবাদ আমাদের কাছে রয়েছে এবং সেখানে বেশ কয়েকজনের মৃত্যুর খবরও আমরা পেয়েছি। এই অবস্থায় প্রবাসী বাংলাদেশিদের যেকোনো সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে দূতাবাস ।

তিনি প্রবাসী বাংলাদেশীদের আতঙ্কিত না হয় ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ করেছেন। দূতাবাস বন্ধ রাখার কোনরকম নির্দেশনা আসেনি উল্লেখ করে তিনি জানান, দূতাবাসের সেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যারা সেবা নিতে আসছেন, তাদেরকে সতর্ক করন বার্তা দেওয়া হচ্ছে এবং সকল কর্মকর্তা এ ব্যাপারে সজাগ রয়েছেন।

রাষ্ট্রদূত সকলকে সতর্ক করার আহ্বান জানিয়ে আরো বলেছেন, আপনারা জনসমাগম এড়িয়ে চলবেন, বাস ট্রাম এবং অন্যান্য যানবাহন চলাচলের সময় মাস্ক ব্যবহারের চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং বাসস্থানও পরিষ্কার রাখার চেষ্টা করবেন।

এছাড়াও রাষ্ট্রদূত সাংবাদিক রাজনৈতিক সহ সকল সংগঠনের নেতাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা এবং সবাইকে সতর্ক করার অনুরোধ জানান।

করোনা ভাইরাস এর উপসর্গ অনুভব করলেই ইতালিয়া টোল ফ্রি নাম্বার 1500 এবং 112 নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.