• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

আরও ৬৯৭০ কওমি মাদরাসায় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

সাংবাদিকের নাম / ৬১ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২০

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতর সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের আরও বেশ কিছু কওমি মাদরাসায় ৮ কোটি ৬৩ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
সোমবার (১৮ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী দেশের আরও ৬ হাজার ৯৭০ কওমি মাদরাসাকে ৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।
বরাদ্দ করা এ অর্থ গতকাল রোববার জেলা প্রশাসকদের ব্যাংক হিসেবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়।
সহায়তা পাওয়া নতুন মাদরাসাগুলোর মধ্যে রংপুর বিভাগে ৮৩৯টি, রাজশাহী বিভাগে ৬৬২টি, খুলনা বিভাগে ৪৩১টি, বরিশাল বিভাগে ২০২টি, ময়মনসিংহ বিভাগে ৯৩৭টি, ঢাকা বিভাগে ২ হাজার ২০২টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২১১টি এবং সিলেট বিভাগে ৪৮৬টি মাদরাসা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী চলতি রমজান মাসে প্রায় সাত হাজার কওমি মাদরাসায় ৮ কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা দেন।

সূত্র: ইউএনবি


এধরনের আরও সংবাদ