• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

আবারো প্রতারণার ফাঁদ পেতেছে চ্যানেল সিক্স-সাবধান

সাংবাদিকের নাম / ৫০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ স্যাটেলাইট টেলিভিশনে যোগ হতে যাচ্ছে এমন প্রতারনায় সারাদেশে সংবাদকর্মী নিবে বলে আবারো ফাঁদ পেতেছে। আর নতুন উদীমান সংবাদকর্মীরা এ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ফাঁদে পরে অনেকে ইতোমধ্যে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। চ্যানেল সিক্স নামে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আবারো সারাদেশে নতুন করে সংবাদকর্মী নিয়োগে জন্য বিভিন্ন খরচের কথা বলে সংবাদকর্মীদের কাছে টাকা চাইছে। তবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে তথ্য অধিদপ্তরের তালিকাভুক্ত কোন পত্রিকায় তা ছাপানো হয়নি। কর্তৃপক্ষ তাদের কৌশলে আগ্রহী জেলার সংবাদ কর্মীদের মেইলে এভাবেই বার্তা প্রেরণ করছে। যা হুবহু তুলে ধরা হলো। সম্প্রতি এক জেলা থেকে একাধিক সংবাদকর্মী তাদের প্রতারণায় ফাঁদ পেতে নগদ টাকা পাঠিয়ে প্রতরণার শিকার হয়েছে। তাই এ ধরনের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া থেকে বিরত থাকুন। নইলে আপনিও সেই জালে জরাবেন বলে মনে করছেন স্থানীয় গনমাধ্যমকর্মীরা।


এধরনের আরও সংবাদ