বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

News Headline :
ভারতে চিকিৎসা সেবায় সুযোগ সুবিধা প্রদানে যৌথ সভা  অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযােগে আবারো মিল মালিককে জরিমানা উন্নত মানের কম্বল পেয়ে খুশি দরিদ্র মানুষেরা এক হাজার দরিদ্র মানুষকে শীতবস্ত্র প্রদান করলেন বিজিএমিইএ’র সভাপতি প্রশাসনে বদলীর নির্দেশনায় ঠাকুরগাঁওয়ের চার ওসি, দুই ইউএনও জনপ্রিয় নেতা আলী আসলাম জুয়েলকে নৌকার মাঝি হিসেবে পেতে মড়িয়া ভোটাররা তারেক পাকিস্তান থেকে লোক পাঠিয়ে নৈরাজ্য চালাচ্ছে শান্তি সমাবেশে -যুবলীগ নেতা জুয়েল ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সচেতনতায় ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন টাকার অভাবে চিকিৎসা বন্ধ সাংবাদিক আইনুলের লজ্জা থাকলে আ’লীগে যোগ দিন বিএনপির উদ্দেশ্যে যুবলীগ নেতা-আলী আসলাম জুয়েল

আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ম্যানসিটি

নিউজ ডেস্কঃ নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার রাতে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে গার্দিওলার দল। দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট কেটেছে সিটিজেনরা।

বিরাট বাজেট, তারকা ফুটবলারে পূর্ণ স্কোয়াড, প্রিমিয়ার লিগে নিয়মিত দাপট। অথচ চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে এলেই মলিন চেহারা। ম্যানচেস্টার সিটি সমর্থকদের দুঃখের অন্ত নেই। পেপ গার্দিওলা কি পারবেন সে দুঃখ ঘোচাতে? অন্তত চাপে পড়েও সেমির মঞ্চে উঠেছে সিটিজেনরা, এই তো স্বস্তি।

কিন্তু কাঠখড় একেবারে কম পোড়াতে হয়নি। বল দখলে রেখে খেলার চেষ্টায় ছিল সফরকারীরা। কিন্তু ইংলিশ জায়ান্টদের ডি-বক্সে অতর্কিত আক্রমণে ম্যাচের মাত্র ১৫ মিনিটেই লিড নেয় বরুশিয়া ডর্টমুন্ড। ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোলে কোচের মুখে হাসি ফোটান বেলিংহাম। ইতিহাসের দ্বিতীয় কনিষ্ঠতম নকআউট গোলস্কোরার হিসেবে নাম লেখান রেকর্ডের খাতায়।

সে খাতার পৃষ্ঠা ওল্টাতে অপেক্ষা করতে হয়েছে সিটিজেনদের। ডি ব্রুইনার শট ফিরেছে ক্রসবারে লেগে। সুযোগ পেয়েও স্কোর করতে পারেননি মাহরেজ-ফোডেনরা। ১-০ গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ হয় গার্দিওলা বাহিনীর।

ভাগ্য বদলায় দ্বিতীয়ার্ধের শুরুতেই। পেনাল্টি পায় ম্যান সিটি। লক্ষ্যভ্রষ্ট হননি রিয়াদ মাহরেজ। সমতায় ফেরে ইপিএল জায়ান্টরা।

দুই লেগ মিলিয়ে তখন ৩-২ গোলে পিছিয়ে ডর্টমুন্ড। কিন্তু আশা বাঁচিয়ে রেখেছিল আগের লেগে এতিহাদে পাওয়া অ্যাওয়ে গোলটা। ডাই বরুশেনদের আশা ফিকে হয় ৬৯ মিনিটে ম্যাট হামেলসের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ফিকে হতে থাকা আশা, পুরোপুরি ভঙ্গ হয় ৭৫ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে স্কোর করেন ফিল ফোডেন। সেমির মঞ্চে পৌঁছাতে যথেষ্ট হয়েছে ২-১ গোল ব্যবধানই।

Please Share This Post in Your Social Media

© News Net 24 BD All rights reserved 2019
Design & Developed BY Hostitbd.Com