• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

সাংবাদিকের নাম / ১৩৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। তাঁর বক্তব্যের পর শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান জেলা প্রশাসক। পরে অনুষ্ঠিত হয় দুর্নীতির বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে স্বাক্ষর গ্রহণ।
এরপরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে শহরের চৌরাস্তায় অনুষ্ঠিত হয় মানববন্ধন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. তসলিমউদ্দীন প্রধানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি প্রফেসর মনতোষ কুমার দে, সাধারণ সম্পাদক মো. আব্দুল লতিফ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, শিক্ষার্থ আলাউদ্দিন ও সানজিদা আখতার। পরে আর কে স্টেট স্কুলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও বেতার কেন্দ্র বিশেষ কথিকা প্রচার করে ও জেলা তথ্য কেন্দ্র প্রদর্শন করে দুর্নীতি বিরোধী তথ্যচিত্র।
জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.