• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

আদিবাসীদের অধিকার সুরক্ষায় মতবিনিময়

সাংবাদিকের নাম / ২৫৭ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯


নিউজ ডেক্সঃ দলিত ও আদিবাসীদের অধিকার সুরক্ষায় ঠাকুরগাঁওয়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলা অ্যাডভোকেসী প্লাটফর্মের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় এ্যাডভোকেট আবু তোরাব মানিকের সভাপতিত্বে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আদিবাসিদের ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেই তাদের চাকুরির সুযোগ করে দেয়া হবে। সেই সাথে দলিত ও আদিবাসীদের জন্য আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে তাদের ঘড়বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দেয়া হবে। এছাড়া সকল ক্ষেত্রে আদিবাসিরা সুযোগ সুবিধা বেশি পাবে বলে জানান বক্তারা।


এধরনের আরও সংবাদ