• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

আচার-ব্যবহারেও দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে

সাংবাদিকের নাম / ১২২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০

ছাত্রলীগকে আদর্শিক রাজনীতি করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আচার-ব্যবহারেও দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে। শনিবার (০৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনীর আয়োজনে তিনি একথা বলেন। ক্ষমতা কুক্ষিগত করতে আওয়ামী লীগ কখনো ছাত্রসংগঠনকে ব্যবহার করেনি বলেও জানান বঙ্গবন্ধু কন্যা।

১৯৪৮ থেকে ২০২০। দীর্ঘ ৭২ বছর বয়সী দেশের প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন এবার ভিন্ন মাত্রায় অনুষ্ঠিত হলো সোহরাওয়ার্দী উদ্যানে।

বিকেল ৩টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে, পুনর্মিলনীর মূল মঞ্চে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংস্কৃতিক উপস্থাপনায় ফুটিয়ে তোলা হয় ভাতৃপ্রতীম এই সংগঠনটির ত্যাগ ও সংগ্রামের ইতিহাস।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশ ও জাতি গঠনে ছাত্রলীগের ভূমিকা পর্যালোচনা করে বক্তব্য রাখেন। বলেন, ক্ষমতা ধরে রাখতে বিএনপির মতো কখনোই ছাত্রসংগঠনকে ব্যবহার করেনি আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি যেখানে সংগ্রাম হয়েছে ছাত্রলীগ সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্রলীগের হাতে আমি কাগজ কলম তুলে দিয়েছিলাম খালেদা অস্ত্র তুলে দিয়েছে। যে কোনো দলকেই দেখি এই মেধাবী ছাত্রদের ব্যবহার করেছে লাঠিয়াল হিসেবে।’


বঙ্গবন্ধুর দেখানো পথে নীতি ও আদর্শ মেনে ছাত্রলীগকে রাজনীতি করার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ প্রধান বলেন, দেশ গঠনে মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করাও বড় দায়িত্ব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগের একজন কর্মী হিসেবে তাদের আচার-আচরণ, তাদের কথাবার্তা, তাদের রাজনীতি সেইভাবে করা উচিত যেন এই সংগঠনটা মর্যাদাপূর্ণ হয়। নীতি আদর্শের সঙ্গে সংগঠনটি গড়ে তুলতে হবে। আগামীর নেতৃত্ব সংগঠন থেকে বেরিয়ে আসবে।’

অনুষ্ঠান মঞ্চ থেকেই সংগঠনটির শীর্ষ নেতৃত্বের দুটি পদে কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করা নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে চূড়ান্ত মনোনয়ন দেন বঙ্গবন্ধুকন্যা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.