• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

আগুনে ছাই হয়ে গেল ভ্যান চালকের বসতভিটা

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

 

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়েছে লতিফ নামে এক ভ্যান চালকের ২টি বসতবাড়িসহ চারটি ঘর। আজ সকাল ১১টায় পৌরশহরের হঠাৎপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সাার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রনে আনা হলেও। আড়াই লক্ষ্য টাকার মালামাল পুরে যায়। আর উদ্ধার করা হয় ১ লাখ টাকার মালামাল।
আগুনে পুরে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি বসতবাড়িসহ চারটি ঘর, ঘরের ফেতরে থাকা নগদ টাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ঘটনাস্থল পরিশর্দন করে ক্ষতিগ্রস্থ পরিবারকে শুকনো খাবার, কম্বল ও নগদ ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন।


এধরনের আরও সংবাদ