• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন

অভিযান কোনো দল-গোষ্ঠীর বিরুদ্ধে নয় : কাদের

সাংবাদিকের নাম / ১৯৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ চলমান শুদ্ধি অভিযান কোনো দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয় জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।’

মঙ্গলবার দুপরে (১ সেপ্টেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি দুর্নীতি করলেও কোনো নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। আওয়ামী লীগ নিজ দল থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে।’

তিনি বলেন, ‘যারা বিভিন্ন অপকর্মে জড়িত তারা অনেকেই গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, এখন সরকার কার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে বিষয়ে জানতে পারবেন।’

কাদের আরো বলেন, ‘সম্প্রতি অভিযানের টার্গেটে যদি কেউ থেকে থাকেন, তার বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণ থাকে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে। সরকার নিজেদের ঘর থেকেই দুর্নীতিবাজদের শাস্তি দিতে চায়। সরকারি দল একটা শুদ্ধি অভিযান চালাচ্ছে, এটা বাংলাদেশে নজিরবিহীন।’

দুর্নীতিবিরোধী সাম্প্রতিক অভিযান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, এর শেষটা দেখবেন।’


এধরনের আরও সংবাদ