• শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

অভিনয় ছাড়লেন শাকিব খানের নায়িকা মৃদুলা

সাংবাদিকের নাম / ৬৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৩ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্কঃ সুচিস্মিতা মৃদুলা। ঢালিউডের নতুন মুখ। সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। শাপলা মিডিয়ার ‘বিদ্রোহী’ সিনেমায় অভিনয় করেছেন মৃদুলা। জমকালো আয়োজনে তাকে পরিচয় করিয়ে দিয়েছিল শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

শুরুতে এ সিনেমার নাম ছিল ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’। দুই দফায় নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিদ্রোহী’। শোনা যাচ্ছে আসছে ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার দুটি গান। যাতে বেশ সাড়া দিয়েছেন দর্শক-শ্রোতারা।

নতুন খবর হলো- এবার অভিনয় ছাড়লেন শাকিব খানের এ নায়িকা। পারিবারিক কারণে বিদায় জানাচ্ছেন রঙ্গিন দুনিয়াকে। শনিবার (৩ মার্চ) সময় সংবাদকে এমনটাই জানিয়েছেন সুচিস্মিতা মৃদুলা।

তিনি বলেন, ‘আসলে আব্বু-আম্মু চায় না আমি মিডিয়াতে কাজ করি। উনারা খুবই ধার্মিক। সিনেমার শুটিংয়ের শেষ দিকেও খুব কষ্ট করে কাজ করেছি। তারপর থেকে আর কাজ করা হচ্ছে না। পারিবারিক কারণেই মিডিয়া থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

নতুন পেশা কী হবে? জানতে চাইলে এ নায়িকা বলেন, ‘আমি ইংরেজি সাহিত্যে অনার্স করছি, ৮ম সেমিষ্টারে আছি। আপাতত পড়াশোনা শেষ করব। তারপর দেশের বাইরে যাওয়া চিন্তা ভাবনা আছে। দেখা যাক কী হয়।’

সিনেমায় অভিনয়ের পর ২০১৯ সালে একটি বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন সুচিস্মিতা মৃদুলা। সে বছর ১৫ জানুয়ারি রাজধানীর পুলিশ প্লাজা চিত্রায়ণ হয়েছিল বিজ্ঞাপনটি। তারপর থেকে নতুন কোনো কাজের খবর পাওয়া যায়নি তার।


এধরনের আরও সংবাদ