• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

অভিনব কৌশলে কাপড় বিক্রি ঠাকুরগাঁওয়ে হোটেল প্রাইমের মালিককে জরিমানা

সাংবাদিকের নাম / ৫১ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২০

নিউজ ডেস্কঃ অভিনব কৌশলে কাপড় বিক্রির অভিযোগে ঠাকুরগাঁওয়ের হোটেল প্রাইমের মালিক আনোয়ার হোসেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হোটেল প্রাইমে অভিযান চালিয়ে সত্যতার প্রমান পাওয়ায় মালিককে জরিমানা করা হয়।
পুলিশ জানায়, ঠাকুরগাঁও জেলায় শপিং মল বন্ধ ঘোষণা করা হলেও সকাল থেকে শহরের চৌরাস্তা মার্কেট এলাকায় ন্যাশনাল ব্যাংক ভবনের ৩য় তলায় অভিনব কায়দায় হোটেল প্রাইম নামক আবাসিক হোটেলের ভেতর কাপড়ের দোকান খুলে বসেছে। তৈরি করা কাপড়, শার্ট, পেন্ট গোপনে বিক্রি করে আসছিল। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি পুলিশ ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। অভিযানে দেখা যায় ঈদের শপিং মলের মতো কাপড় দেদারসে বিক্রি করছে গ্রাজহকদের কাছে। এছাড়া ব্যবসায়ী নিজে মৌখিকভাবে প্রচারনা চালিয়ে কাপড় কেনার জন্য আবাসিক হোটেলে আসতে বলেন গ্রাহকদের । গেল ১৮ তারিখের পর থেকে সরকারি নির্দেশনা অমান্য করে আবাসিক হোটেলে কাপড় বিক্রি করা হচ্ছিল। যা প্রশাসনকেও অমান্য করা হয়েছে। কাপড় ব্যবসা ও বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে হোটেল প্রাইমের মালিক আনোয়ার হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন। পরে কাপড় ও তৈরি পোশাকের রাখা রুমগুলোকে তালাবদ্ধ করার নির্দেশ দেয়া হয়। এসময় সদর থানার ওসি মোঃ তানভিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা সকলকে সচেতন করছি। পাশাপাশি সরকারি নিয়ম মানতে অনুরোধ করছি। তারপরেও কিছু ব্যাক্তি আইন অমান্য করে তাদের মত করে কাজ চালিয়ে যাচ্ছেন। তাই ভ্রাম্যমান অভিযানের মাধ্যমে হোটেল মালিককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


এধরনের আরও সংবাদ