নিউজ ডেস্কঃ কলকাতার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মধুমিতা সরকার। ক্যারিয়ারের প্রথম ছবিতেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করে বিতর্কের মুখে তিনি। ‘লাভ আজ কাল পরশু’র গান-ট্রেলারে বেশ খোলামেলা দৃশ্যে দেখা গেছে তাকে। ট্রেলার দেখেই সমালোচনা শুরু করেছেন নেটিজনরা। ছবিটি পরিচালনা করেছেন প্রতীম ডি দাশগুপ্ত। ছবিতে তার বিপরীতে আছেন অর্জুন চক্রবর্তী।
তবে যৌনদৃশ্যে অভিনয় নিয়ে মধুমিতা সরকার ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন।
তিনি বলেন, ২০২০ সালে দাঁড়িয়ে প্রেমের ছবিতে কোনও যৌনতা থাকবে না এটা আশা করাটাই তো ভুল। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে যদি বন্ধু হয়, তারা একান্তে কোনও জায়গায় তিন-চার ঘণ্টা সময় কাটাতে পারে, তা হলে তারা কিস করবে না? আমরা সব করব। ইংরেজি সিনেমায় অবাধ যৌনতা দেখা যায়। এখন এখানেও পার্কে আমরা তরুণ-তরুণীকে চুমু খেতে দেখি।
তিনি আরো বলেন, আসলে প্রপার সেক্স এডুকেশনের অভাব আমাদের। আমি অস্ট্রেলিয়াতে তো যা খুশি পরে ঘুরে বেড়াতে পারি। কিন্তু যেই এখানে আসি আমাকে দেখতে ভাল লাগলেও চট করে সব রকমের পোশাক পরতে পারি না।
কিসিং দৃশ্য নিয়ে তিনি বলেন, আমার কাছে কোনও দিন ছেলেমেয়ে বলে আলাদা ইনহিবিশন ছিল না। আমাকে অন্তরঙ্গ দৃশ্যে দেখলে দর্শক কী ভাববে? তখন কি ইউনিটের সবাই থাকবে? নাকি অন্য কিছু হবে? তারপর দেখলাম, শুট করতে করতে জাস্ট হয়ে গেল। অন্য আর একটা সিনের মতোই।
স্টার জলসার ‘বোঝেনা সে বোঝেনা’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন মধুমিতা। পাখি নামেই বেশ জনপ্রিয়তা পান তিনি। আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে পশ্চিমবঙ্গে ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি মুক্তি পাবে।