• রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

অটোবাইক দিলেন ডিসি

সাংবাদিকের নাম / ২২৭ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ স্বচ্ছলভাবে চলতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীরাঙ্গনা টেপরি বেওয়ার সন্তান (যুদ্ধশিশু) সুধীর চন্দ্র রায়কে অটোবাইক উপহার দিলেন ডিসি। বৃহস্পতিবার তার নিজ বাড়িতে ১ লাশ ৫৫ হাজার টাকা মুল্যের বাইকটি তুলে দেন তিনি।

এসময় জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম জানান, বীরাঙ্গনা টেপরি বেওয়ার সন্তান (যুদ্ধশিশু) সুধীর চন্দ্র রায় তার পরিবারকে নিয়ে ভালভাবে চলতে পারে সে কারনেই প্রশাসন এগিয়ে এসেছে। দেশের জন্য যারা অবদান রেখেছেন তাদের পাশে সকলের এগিয়ে আশা প্রয়োজন বলে মনে করেন তিনি। অটোবাইকটি পেয়ে খুশি সুধীর চন্দ্র ও তার মা।

বাইকটি দেয়ার আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগন চড়ে দেখেন।


এধরনের আরও সংবাদ