• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

৮ দিনের সফরে জাপান যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিকের নাম / ২২৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

নিউজ ডেস্ক: জাপান সরকারের আমন্ত্রণে দেশটির নতুন সম্রাট নারুহিতোর সিংহাসনে আরোহণের অনুষ্ঠানে যোগ দিতে ৮ দিনের সফরে টোকিও যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আবদুল হামিদ জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘জাপানের সম্রাটের সিংহাসন আরোহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি অন্যান্য দেশের সরকার-রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করতে পারেন রাষ্ট্রপতি।’

চলতি মাসের ২৭ তারিখে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

জানা গেছে, মঙ্গলবার (২২ অক্টোবর) টোকিওর ইমপেরিয়াল প্যালেসের ‘হল অব পাইনে’ রাজকীয় ওই আয়োজনে ১৭০টির দেশের বিভিন্ন পর্যায়ের ২ সহস্রাধিক অতিথি অংশ নেবে।

নতুন সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি আবদুল হামিদ, সম্রাট এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দেওয়া ভোজে অংশ নেবেন।


এধরনের আরও সংবাদ