• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

৭৭ নমুনার কোনোটিতে করোনা সংক্রমণের প্রমাণ মেলেনি

সাংবাদিকের নাম / ৪৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস নিয়ে অতি উৎসাহী হয়ে আতঙ্ক না ছড়াতে সবার প্রতি আহবান জানিয়েছে রোগ ও রোগতত্ত্ব অধিদপ্তর।
শনিবার (২২ ফেব্রুয়ার) দুপুরে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক জানান, এ পর্যন্ত সংগৃহীত ৭৭টি নমুনার একটিতেও সংক্রমণের প্রমাণ মেলেনি। গত ৪৮ ঘণ্টায় সিঙ্গাপুরে নতুন করে কেউ ভাইরাসে আক্রান্ত হননি বলেও জানানো হয়।

এ সময় তিনি আরো বলেন, ‘কেউ বিদেশ থেকে এসেছেন তাদের মনে যদি কোনো ধরনের সংশয় থাকে অনুগ্রহ করে তারা রোগ ও রোগতত্ত্ব অধিদপ্তরের হটলাইনে যোগাযোগ করবেন।’

তিনি আরো বলেন, ‘তাহলে সঠিক পরামর্শটা পাবেন। কেউ বাড়াবাড়ি করবো না যাতে আতঙ্ক তৈরি হতে পারে। এ পর্যন্ত ৭৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যার একটিতেও করোনা সংক্রমণের প্রমাণ মেলেনি।’


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.