• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

৫ তলার জানালা দিয়ে পরে শিশুর মৃত্যু

সাংবাদিকের নাম / ৫৪৮ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

জাকির হোসেন সুমন , ব্যুরো চীফ ইউরোপ : ইতালীতে ৫ তলা ভবনপর উপর থেকে জানালা দিয়ে পরে গিয়ে কুরুন মৃত্যু হয়েছে বাংলাদেশী বংশদ্ভূত আদিবা ( ৩) নামের এক শিশু কন্যার । জানাগেছে, শরীয়তপুর জেলার ভেদরগন্জ উপজেলার মনোয়ার হোসেন মুন্না , স্ত্রী ও তিন কন্ন্যা কে নিয়ে ইতালীর জেনোভার পিয়াচ্ছা প্রিনছিপে বসবাস করতো। প্রতিদিনের ন্যায় বড় ও মেঝো মেয়েকে স্কুল হতে আনতে গেলে, ছোট মেয়ে আদিবা কে সাথে নিয়েই যেতো। গতকাল আদিবার বাবা নিজ ব্যাবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন , আদিবার ঘুমন্ত অবস্থা য় থাকায় তাকে বাসায় রেখেই দুই মেয়েকে আনতে স্কুলে চলেযান। আদিবা ঘুমহতে উঠে তার মাকে খুজতে থাকে । এক পর্যায় ৫ তলা ভবনের উপরে জানালার কাছে চেয়ারের উপর উঠে বাইরে র দিকে উকি দিতে থাকে। সে সময় আদিবার মা দুই কন্যা সহ বাসার গেইটের কাছে আসতেই মা ও দুই বোনের সামনে ৫ তলা র জানালা দিয়ে পরে যায়। মেয়ে কে বাচাতে দৌড়ে এসেও ধরতে পারেনি মা। আদিবার মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে । সাথে সাথে এ্যাম্বুলেন ডাকা হয় । কিন্ডু আদিবাকে আর বাচানো সম্ভব হয়নি, আদিবা মৃত্যুর কোলে ঢোলে পরে। সে সময় আদিবার মা জ্ঞান হারিয়ে ফেলেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আদিবার মায়পর অবস্হা সংকটাপন্ন বলে জানাগেছে। শিশু আদিবার মৃত্যু তে ইতালী জুরে শোকের ছায়া নেমে এসেছে। গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন শহর হতে শোজ বার্তা দেয়া হচ্ছে বিভিন্ন সংগঠন ও বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে। উল্লেখ্য যে ২০১৬ সালে আদিবা ইতালীর জেনোভায় জন্ম গ্রহণ করেন।


এধরনের আরও সংবাদ