• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় পুলিশের আরো ৯৫ সদস্য করোনায় আক্রান্ত

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

নিউজ ডেস্কঃ নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৯৫ সদস্য আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়। এ নিয়ে ১২৮৫ পুলিশ সদস‌্য করোনায় আক্রান্ত হলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (০৬ মে) পর্যন্ত আক্রান্ত ছিলেন ১১৯০ জন পুলিশ সদস‌্য। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৫ জন সদস‌্য আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৯৩ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় হাজারের বেশি।
আক্রান্তদের মধ্যে এডিসি, এসি, ওসি, এসআই, এএসআই ও কনস্টেবল আছেন। তাদের বেশিরভাগের চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭০৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৪২৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৩০ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন এক হাজার ৯১০ জন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.