শুক্রবার, মার্চ ২৪

হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের কস্ট নিবারনে শীতবস্ত্র দিলেন পৌর মেয়র-বন্যা

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের কস্ট নিবারনে শীতবস্ত্র (কম্বল) প্রদান করে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।
গতকাল রোববার (৮ জানুয়ারি) দুপুরে নিজস্ব অর্থায়নে ঠাকুরগাঁওয়ের আড়াইশ শয্যা বিশিষ্ট্য জেনারেল হাসপাতালের রোগীদের শীত নিবারনে বাংলাদেশ মহিলা আ’লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েলের হাতে শতাধিক শীতবস্ত্র তুলে দেন। শীতবস্ত্র
প্রদানের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ রাজিবউল দৌজা তুর্যসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, গত কয়েক দিনের তীব্র শীতের কারনে হাসপাতালে আসা রোগী ও স্বজনদের সবচেয়ে বেশি কস্ট হচ্ছে। তারই প্রেক্ষিতে আ’লীগেরকর্মী হিসেবে কস্ট লাঘবে তাদের শীত নিবারনে নিজস্ব অর্থায়নে শতাধিক কম্বল হাসপাতাল কর্তৃপক্ষে কাছে প্রদান করেছি। পরবর্তিতে প্রয়োজনে আরো প্রদান করা হবে। তিনি আরো জানান, টানা শীতে পৌর শহরের বাসস্ট্যান্ড, টার্মিনাল এলাকা, চৌরাস্তার আশপাশ, রেল ষ্টেশন এলাকাসহ বিভিন্ন স্থানে সহস্রাধিক কম্বল বিতরণ করেছি। যা সম্পুর্ন ব্যক্তিগত উদ্যোগে।
হাসপাতালের সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ ও তত্বাবধায়ক ডাঃ ফিরোজ জামান জুয়েল বলেন, যদিও হাসপাতালে রোগীদের জন্য শীতবস্ত্র রয়েছে তারপরেও এসব কম্বল বাড়তি যোগান দিবে। অতিরিক্ত রোগী চাঁপের সময় এসব কম্বল সহায়ক ভুমিকা রাখবে। সে কারনে পৌ মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

online casino malaysia online casino malaysia sofa malaysia bed frame malaysia dining table malaysia online furniture malaysia off-page backlink