• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

স্বাস্থ্যখাতে দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি কাদেরের

সাংবাদিকের নাম / ৫৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, যে যতই ক্ষমতাধর হোক তাদের আইনের আওতায় আসতেই হবে। ওবায়দুল কাদের বলেন, চিকিৎসাখাতে যারা অনিয়ম করছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে। অনিয়ম বাইরে থেকে কেউ ধরিয়ে দেয়নি, সরকার নিজে থেকেই এ অনিয়ম রুখতে অভিযান শুরু করেছে। তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, যত ক্ষমতাবানই হোক তাকে আইনের আওতায় আসতে হবে। যারা জনগণের অসহায়ত্ব নিয়ে প্রতারণা করছে, শেষ হাসিনার সরকার তাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতিতে অটল।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.