• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন

সেই পর্দা দুর্নীতির তদন্ত শুরু

সাংবাদিকের নাম / ২১৬ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ আলোচিত রূপপুর প্রকল্পের বালিশকাণ্ডকে হার মানিয়ে দুর্নীতির নতুন নজির গড়া ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের পর্দা দুর্নীতির ঘটনা তদন্তে গঠিত ৫ সদস্যের কমিটি কাজ শুরু করেছে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, ৫ সদস্যের ওই প্রতিনিধি দলটি বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ ও বৃহস্পতিবার মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। দ্বিতীয় দিনে তারা হাসপাতালের পর্দাসহ ও বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন। এ সময় তারা জানান, নিয়মিত ব্যবহার না করায় হাসপাতালটির বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে।

তদন্ত দলে ছিলেন-দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারী পরিচালক মো. শহিদুর রহমান ও ফেরদৌস রহমান, স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক ডা. মো. জাকির হোসেন ও সহকারী পরিচালক ডা. শফিকুর রহমান এবং সারাদেশে সরকারি হাসপাতালের যন্ত্রপাতি মেরামতকারী একমাত্র প্রতিষ্ঠান ন্যাশনাল ইলেকট্রো ইকুইপমেন্ট মেইনটেইন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (নিমিউ অ্যান্ড টিসি) সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার নাশিদ রহমান।


এধরনের আরও সংবাদ