• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ অপরাহ্ন

সুপার সাইক্লোন ‘আম্ফান’ আঘাত হানতে পারে কাল

সাংবাদিকের নাম / ৫২ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২০

নিউজ ডেস্কঃ মহামারি করোনার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্ফান। শক্তি সঞ্চয় করে সুপার সাইক্লোনে রূপ নেয়া ঝড়টি আঘাত হানতে পারে আগামীকাল রাতে। ক্ষয়-ক্ষতির আশঙ্কায় জনসাধারণকে সতর্ক করছে স্থানীয় প্রশাসন। উপকূলীয় এলাকায় প্রস্তুত রাখা হয়েছে সাড়ে ৭ হাজার সাইক্লোন শেল্টার। এদিকে ঝড়ের প্রভাবে রাজধানীতে বেড়েছে তাপপ্রবাহ, জনজীবনে নেমে এসেছে অস্বস্তি।
করোনা দুর্যোগের মধ্যে নতুন শঙ্কা নিয়ে আসা ঘূর্ণিঝড় আম্ফান রূপ নিয়েছে সুপার সাইক্লোনে। যা আগামী মঙ্গলবার নাগাদ আঘাত হানতে পারে দেশের উপকূলে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টি ধীরে ধীরে শক্তি সঞ্চার করে এগিয়ে আসছে উপকূলের দিকে। সর্বোচ্চ শক্তি নিয়ে আঘাত হানতে পারে চট্টগ্রাম ও বরিশালে মাঝামাঝি উপকূলে। বাড়তে পারে ক্ষতির পরিমাণও।
সামুদ্রিক ঘূর্ণিঝড়টি বর্তমানে যে গতি বা দিক অব্যাহত রেখেছে তাতে ১৯ তারিখ মধ্য রাতের পরে খুলনা-চট্টগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।
এদিকে ঘূর্ণিঝড় আতঙ্কের মধ্যে রাজধানীতে বিরাজ করছে মৃদু তাপপ্রবাহ। জনজীবনে নেমে এসেছে অশ্বস্তি।
ঘূর্ণিঝড়ের কারণেই এ অবস্থা জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, ঝড় এগিয়ে এলে কমে যাবে তাপপ্রবাহ।
করোনার কারণে শারীরিক দূরত্ব নিশ্চিত করে উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে নেয়া চ্যালেঞ্জিং হওয়ায় এখনই পদক্ষেপ নিতে বলছেন সংশ্লিষ্টরা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.