• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ অপরাহ্ন

সীমিত পরিসরে বসছে মন্ত্রিসভার বৈঠক

সাংবাদিকের নাম / ৪৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০

নিউজ ডেস্কঃ মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ এক মাস বিরতি দিয়ে সীমিত পরিসরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক বসছে আগামী বৃহস্পতিবার (৭ মে)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওইদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের আরেক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী ছাড়াও ওই বৈঠকে সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী অংশ নেবেন।
এরআগে সবশেষ গত ৬ এপ্রিল গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে হাতে গোনা কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অংশ নেন। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করেই বসার আসন নির্ধারিত করে ওইদিন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


এধরনের আরও সংবাদ