• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য সুলতানা রেজওয়ান আর নেই

সাংবাদিকের নাম / ১৮০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ তেভাগা আন্দোলনের নেতা মোহাম্মদ হাজী দানেশের কন্যা ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুলতানা রেজওয়ান চৌধুরী মারা গেছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

সুলতানা রেজওয়ান চৌধুরীর স্বামী প্রয়াত রেজওয়ানুল হক ইদু চৌধুরী ঠাকুরগাঁও-১ আসনে সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। বর্তমানে নিহতের লাশ দিনাজপুর মেডিকেল কলেজের হিমঘরে রাখা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকালে তার বাবার বাসা দিনাজপুর শহরের বালুবাড়িতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আনা হবে স্বামীর বাসা ঠাকুরগাঁও শহরের কলেজপাড়ায়। বাদ জোহর ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জানাজা শেষে নিয়ে যাওয়া হবে স্বামীর গ্রামের বাড়ি সদর উপজেলার ভুল্লি সবদল ডাঙ্গায় সেখানে আসরের নামাজ শেষে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। পরে সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানায় স্বজনরা।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.