• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন

সম্রাট ও আরমানের বিরুদ্ধে দুদকের মামলা

সাংবাদিকের নাম / ২১৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: অবৈধ সম্পদ অর্জন ও হিসাব গোপন রাখার অভিযোগে ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এ দুইটি পৃথক মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম ও সালাউদ্দীন।

জানা গেছে, সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকা ও এনামুল হক আরমানের বিরুদ্ধে দুই কোটি পাঁচ লাখ ৪০ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও আয়কর নথিতে সম্পদের হিসাব গোপন করার অভিযোগ এনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুদকের গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, সম্রাটের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম এবং এনামুল হক আরমানের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করেন উপপরিচালক সালাউদ্দীন।


এধরনের আরও সংবাদ