• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি

সাংবাদিকের নাম / ২০৪ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষ যথেষ্ট সচেতন।

সোমবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা গ্লোবাল ডায়ালগ উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি বলে উল্লেখ করে বলেন, বিশ্ব সম্প্রদায়কেই এ সংকট যথাসময়ে সমাধান করতে হবে।

শেখ হাসিনা বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে আমরা অন্যতম। দুর্যোগ মোকাবিলায় আমরা এখন যথেষ্ট সচেতন।’

তিনি আরও বলেন, ‘দুর্যোগকালে কী কী করতে হবে সে বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ নিয়ে থাকি। আর প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এছাড়াও নিজস্ব অর্থায়নে ট্রাস্ট ফান্ড গঠন করে বিভিন্ন কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি।’


এধরনের আরও সংবাদ