• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের পূনর্মিলনী

সাংবাদিকের নাম / ২৯২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে শনিবার দিনব্যাপী র‌্যালি আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কাটে দিনটি। পুরাতন ও নতুন সহপাঠিদের পেয়ে নিজেদের সম্পর্কে আরো গভীরতা তৈরি হয়। বিদ্যালয়ের পুরাতন শিক্ষার্থীদের অনেকে আসেন ঢাকা ও দেশের বাহির থেকেও। কেউবা বিদেশে থেকে অর্থ উপার্যন করছেন আবার কেউ কেউ দেশের গুরুত্বপুর্ন দায়িত্বে রয়েছেন। শিক্ষার্থীদের মধ্যে পুলিশ, মেজিস্ট্রেট, সাংবাদিক হিসেবে রয়েছেন দেশের বিভিন্ন জেলায়। সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধাণ প্রধান সড়ক পদক্ষিন করে একই জায়গায় গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে গেস্ট অব অনার পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, সাবেক প্রধান শিক্ষক ইয়াকুব আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রায় ১ হাজার শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশ নেয়।
বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.