• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

যা হবার হবে: ইশরাক

সাংবাদিকের নাম / ৪৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ রাজধানীর গোপীবাগের শাজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভোটাধিকার প্রয়োগ করেন ইশরাক।

ভোটপ্রদান শেষে ইশরাক বলেন, আমি আজ সৃষ্টিকর্তা ও আমার বাবার নাম নিয়ে বের হয়েছি। আমার যা হওয়ার হবে। তবুও প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে ঘুরব। কোনো সমস্যা আছে কিনা দেখব। যেখানে ভোটকেন্দ্র দখলের পাঁয়তারা চলছে সেখানেই যাব। তো আজকে আমি বলে দিতে চাই আপনাদের (সাংবাদিকদের) কোনো কিছু আমাকে আটকাতে পারবে না। যেকোনো ধরনের বাধা বিপত্তি মোকাবিলা করব। আমি আজকে আল্লাহর নাম নিয়ে বের হয়েছি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমি প্রস্তুত।

এর আগে ইশরাক বলেন, আমি জীবনে আজ প্রথম ভোট দিলাম। আমি ঠিকভাবে ভোট দিতে পারলেও ইভিএমের ওপর আমার শতভাগ আস্থা নেই। এ মেশিন দিয়ে যেকোনো সময় কারচুপি করা সম্ভব।

তিনি জানান, ঢাকায় বেশ কিছু মনিটরিং ক্যাম্প স্থাপন করা হয়েছে। জনগণ ভোট নিয়ে যেকোনো অভিযোগ এখানে দিতে পারবেন।

ইশরাক অভিযোগ করেন, বংশালে ৩৪ নম্বর ওয়ার্ড কেন্দ্র গতরাতেই আওয়ামী লীগ কর্মীরা দখলে নিয়েছে। এলাকাবাসী তাদের প্রতিহত করেছে। বেশ কিছু কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না।


এধরনের আরও সংবাদ