• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

মির্জা ফখরুলের বাবা কুখ্যাত রাজকার ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

সাংবাদিকের নাম / ১৩৮ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার ৪৮ বছর পর বিজয়ের মাসে রাজাকারদের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলার মাটিতে যুদ্ধাপরাধী ও রাজাকারদের কোন ঠাঁই হবে না।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনাজপুরের বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রাজাকারদের তালিকা বিএনপিকে হেনস্তা করার জন্য করা হয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণ করেছেন বিএনপি রাজাকারদের দল। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজাকারদের পক্ষে কথা তো বলবেই, কারণ তার বাবা মির্জা রুহুল আমীন ঠাকুরগাঁওয়ের একজন কুখ্যাত রাজাকার ছিলেন।

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকউজ্জামান চৌধুরী মাইকেল, মির্জা আশফাক, সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে আবু সৈয়দ হোসেনকে সভাপতি ও আফসার আলীকে সাধারন সম্পাদক করে বোঁচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.