• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

ব্যাংকিং খাতে লুটপাটের ঘটনায় আপিল বিভাগের ক্ষোভ

সাংবাদিকের নাম / ৪২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ ব্যাংকিং খাতের দুর্নীতি ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে আপিল বিভাগ।
ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের আর্থিক দুর্নীতির বিষয়ে আপিল বিভাগকে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম এবং বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাধীন চেয়ারম্যান ইব্রাহিম খালেদ। এসময় ব্যাংকিং খাতে লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে কাল আদেশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে শুনানি হয়। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক পি কে হালদারের দুর্নীতির বিষয়ে ব্যাখ্যা দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম।

সর্বোচ্চ আদালত তাকে বলেন, ব্যাংক থেকে একজন লোকই সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে গেলেন, তখন কেন্দ্রীয় ব্যাংক কী করেছে? আবার গণমাধ্যমে যে টাকার কথা বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অংকের সাথে পার্থক্য আছে, এটা শুভঙ্করের ফাঁকি কি না, সে প্রশ্নও রাখেন আপিল বিভাগ।

এদিকে, পিকে হালদার ইস্যুতে আপিল বিভাগে লিখিত বক্তব্য দেন সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি আদালতকে জানান, সাড়ে তিন হাজার কোটি টাকা লোন এর মধ্যে ১৫ কোটি টাকা পিকে হালদার এবং তার সহযোগীরা সরিয়ে নিয়েছে। ফলে ইন্টান্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডকে বাঁচানো খুবই মুশকিল। তবে বাংলাদেশ ব্যাংক স্পেশাল ব্যবস্থা নিলে সেটি সম্ভব হতে পারে।

আপিল বিভাগে ইন্টারন্যাশনাল লিজিং নিয়ে বক্তব্যে বাংলাদেশ ব্যাংক জানায়, পিকে হালদার শুধু ইন্টারন্যাশনাল লিজিং থেকে ১৫৬ কোটি টাকা এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে ১৬৪ কোটি টাকা লোপাট করেছে। ব্যাংকটির আইনজীবী জানান, এ টাকা ফিরিয়ে আনা কঠিন, তবে সম্ভব।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.