• বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় অনুমোদনে ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের আনন্দ র‍্যালী

সাংবাদিকের নাম / ১৩১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও।  উত্তরে জনপদ ঠাকুরগাঁও জেলায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে নীতিগত অনুমোদন হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে  আনন্দ র‍্যালী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি  বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ।মঙ্গলবার (১৩ জুন) বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে আনন্দ র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়।র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আজহারুল ইসলাম ও সহ-সভাপতি জিএম সুফি নিয়াজীসহ বক্তারা বলেন,আমাদের দীর্ঘদিনের দাবি ঠাকুরগাঁওয়ে যেন একটি বিশ্ববিদ্যালয় হয়। গতকাল মন্ত্রীপরিষদে  ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়টি অনুমোদন হয়েছে। কয়েক বছর আগে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় হবে। নেত্রী তার কথা রেখেছেন। এজন্য  ঠাকুরগাঁও জেলারবাসির পক্ষ থেকে আমরা নেত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের আরেকটি দাবি ঠাকুরগাঁও বিমানবন্দর। বিমানবন্দরটি চালু হলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের যে ধারা প্রবাহমান তা অব্যাহত থাকবে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে স্থাপনের অনুমোদন দেওয়ায় উচ্ছসিত ঠাকুরগাঁও জেলার মানুষ। বিশ্ববিদ্যালয়টি স্থাপন সম্পন্ন হলে উচ্চ শিক্ষার দার খুলে যাবে, বাড়বে শিক্ষার হার। সারাদেশ থেকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসা শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে এ জেলা।
এ সময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.