শুক্রবার, মার্চ ২৪

বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মুসলিম হোস্টেল এলামনাই এসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে সাধারণ সভা ও পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম অংশে সভাপতিত্ব করেন কৃষিবিদ আব্দুল করিম। দ্বিতীয় অংশে অনুষ্ঠান পরিচালনা করেন ডাক্তার নুরুল ইসলাম বাহাদুর।
১৯৬৪ থেকে ২০১৪ সালের বিভিন্ন ব্যাচে শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান দুলু।
প্রধান আয়োজক ছিলেন সারোয়ার মোর্শেদ সালু।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ১৯৮৬ ব্যাচের সকলের কাছে হিরু ভাই নামে পরিচিত সকলের প্রিয়জন।
অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন,মামুন কমল,সোহাগ, রেজা,জবাইদুর,আসাদ,ফয়সাল,আহসান হাবিবসহ অনেকে।
অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন, ১৯৮৭ ব্যাচের আশরাফুল ইসলাম রেজভী, ৮৪ ব্যাচের ডাক্তার বাহাদুর,৮৫ ব্যাচের তুহিন,ইসরাফিল,আব্বাস আলী,ইঞ্জিনিয়ার তাহিরুল ইসলাম,৮৭ ব্যাচের খাদেমুল ইসলাম ও বাচ্চু।
পুনর্মিলনী অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে আনন্দে মাতেন সবাই। পরে লটারি অনুষ্ঠিত হয় সেই সাথে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের কার্যক্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

online casino malaysia online casino malaysia sofa malaysia bed frame malaysia dining table malaysia online furniture malaysia off-page backlink