• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

বাংলাদেশ সিরিজ নিয়ে বিকল্প ভাবনার সুযোগ দেখছে না পিসিবি

সাংবাদিকের নাম / ২০৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে আর পাকিস্তানের মাটিতে খেলতে যায়নি বাংলাদেশের পুরুষ জাতীয় ক্রিকেট দল। আগামী বছরের (২০২০ সাল) শুরুতে পাকিস্তানের হোম সিরিজ রয়েছে টাইগারদের বিপক্ষে। তবে এই সিরিজের জন্য এখন পর্যন্ত পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার বিষয়ে সম্মতি দেয়নি বাংলাদেশ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও মনে করছে, পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ না করে কোনো সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে খেলার চিন্তা রয়েছে তাদের। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন কিছুর সুযোগই দেখছে না।

ডিসেম্বরে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট খেলবে শ্রীলঙ্কা। বুধবার পিসিবি সাফ জানিয়ে দিলো, বাংলাদেশের বিপক্ষে সিরিজটাও হবে পাকিস্তানেই, বিকল্প ভাবনার সুযোগ নেই।

পিসিবির একজন মুখপাত্র বাংলাদেশ সিরিজ নিয়ে বলেন, ‘হোম সিরিজ ঘরের বাইরে খেলব না, এমন সিদ্ধান্তে অনড় আছি আমরা। আসন্ন সফরের প্রাথমিক পরিকল্পনা তাদের কাছে (বাংলাদেশ ম্যানেজম্যান্ট) পাঠানো হয়েছে। তবে ভেন্যু আর তারিখ চূড়ান্ত হয়নি।’

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজটা হবে দুই ভাগে। প্রথম ভাগে রয়েছে দুটি টেস্ট সিরিজ, দ্বিতীয় ভাগে তিন ম্যাচের টি-টোয়েন্টি। আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে এই সিরিজটা হওয়ার কথা।

এর আগে নিরাপত্তা পর্যবেক্ষক দলের ইতিবাচক রিপোর্ট পাওয়ার পর বাংলাদেশ নারী ক্রিকেট দল এবং অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে খেলে এসেছে। নারী দল খেলেছে লাহোরে, অনুর্ধ্ব-১৬ দল রাওয়ালপিন্ডিতে। তবে পুরুষ জাতীয় দল নিয়ে বেশ সতর্ক বিসিবি।

নিরাপত্তা শঙ্কা না কাটলে হয়তো টি-টোয়েন্টি সিরিজটা পাকিস্তানের মাটিতে খেলতে রাজি হবে বাংলাদেশ। বড় ফরমেটের টেস্ট খেলতে চাইবে নিরপেক্ষ ভেন্যুতে।

যদিও পিসিবি এমন কিছু সম্ভব নয় বলেই মনে করছে। তাদের ভাষায়, ‘এক ধাপ এক জায়গায়, আরেক ধাপ আরেক জায়গায়, এভাবে সিরিজ আয়োজন সম্ভব নয়। তাছাড়া যদি এটা হয়, তবে পিএসএল এবং ভবিষ্যতে পাকিস্তানের মাটিতে অন্য সিরিজগুলোর ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। তাই এটা নিয়ে চিন্তা করা সম্ভব নয়।’


এধরনের আরও সংবাদ