• বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি হবে ৮ শতাংশ : এডিবি

সাংবাদিকের নাম / ১৭৫ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

চলতি অর্থবছরে ২০১৯-২০ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে বলে জানিয়েছেন এশিয়া উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো জিডিপি অর্জনে নিচের দিকে থাকলেও বাংলাদেশ সব সেক্টরে ভালো করায় এর অবস্থান উপরের দিকে আছে বলে জানান তিনি।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক ২০১৯ আপডেট প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য জানান তিনি।
এ ছাড়া এডিবির পূর্বাভাসে আরো বলা হয়েছে, মূল্যস্ফীতি হবে ৫.৮ শতাংশ।
তিনি আরো বলেন, এডিবি মনে করছে শিল্প খাতের উন্নয়নের ফলে এ প্রবৃদ্ধি হবে। বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে পণ্য রপ্তানিতে প্রায় ১০ শতাংশের উপরে জিডিপি অর্জন করেছে। এছাড়া বাংলাদেশের অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। যার ফলে বাংলাদেশে এখন ব্যাপক বিদেশি বিনিয়োগ আসছে। তবে এটা ধরে রাখা হলো একটি বড় চ্যালেঞ্জ।
এ সময় ক্যাসিনোর বিরুদ্ধে অভিযানকে স্বাগত জানিয়েছে এডিবি।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.