• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:১২ অপরাহ্ন

পাকিস্তানকে আর এক ফোঁটাও পানি দেবেন না মোদি

সাংবাদিকের নাম / ২৯১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯

নিউজ ডেক্সঃ ভারতের হরিয়ানা রাজ্য থেকে পাকিস্তানে পানি যাওয়া বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (১৫ অক্টোবর) হরিয়ানায় এক নির্বাচনী সভায় মোদি এ ঘোষণা দেন।

তিনি বলেন, হরিয়ানা থেকে পাঞ্জাবে যে পানি যায় তার মালিক মূলত হরিয়ানা, রাজস্থান ও গোটা ভারতের কৃষকরা। আমরা এই পানি আমাদের কৃষকদের কল্যাণে ব্যবহার করবো। একফোঁটা পানিও আমরা বাইরে যেতে দেব না।

ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৬০ সালে অনুষ্ঠিত চুক্তির পর থেকে সুতলেজ ইয়মুনা লিঙ্ক ক্যানেল (এসওয়াইএল) দিয়ে হরিয়ানা থেকে পাকিস্তানের পাঞ্জাবে পানি যায়।

মোদি বলেন, গত ৭০ বছর ধরে ভারতের পানি পাকিস্তানে যাচ্ছে। এটি আর চলতে দেয়া হবে না। কৃষকদের কাজে এই ব্যবহারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ ইতিমধ্যে শুরু হয়েছে।

সূত্র: দ্য হিন্দু।


এধরনের আরও সংবাদ