• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

পরগাছা মুক্ত আ’লীগ গড়ে তুলতে হবে: কাদের

সাংবাদিকের নাম / ২৩৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ যারা বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি ব্যবহার করে অপকর্ম করে তারা আওয়ামী লীগের লোক হতে পারে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পরগাছা মুক্ত আওয়ামী লীগ গড়ে তুলতে হবে উল্লখে করে কাদের বলেন, যারা অপকর্ম করবে এবং অপকর্মকে মদদ দেবে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। আপসের প্রশ্নই ওঠে না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে বিএনপি কোনো সহিংসতা করলে তার সমুচিত জবাব দিতে প্রস্তুত দল।

বর্তমান শুদ্ধি অভিযানে শেখ হাসিনার জনপ্রিয়তা বেড়েছে–শেখ হাসিনার তুলনা তিনি নিজেই। তিনি পরবর্তী নির্বাচন নিয়ে ভাবেন না, ভাবেন পরবর্তী প্রজন্ম নিয়ে। বলেন কাদের।

এ সময় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, দুর্নীতিবাজ ও জুয়াড়িদের কোনো ছাড় দেবে না সরকার–তারা কোনোভাবেই পরিত্রাণ পাবে না।


এধরনের আরও সংবাদ