• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

সাংবাদিকের নাম / ১৮৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: দিনাজপুরের বোচাগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় লিসা মনি নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। সোমাবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিসা মনি বোচাগঞ্জ উপজেলার ধরলা গ্রামের আহসান হাবিব লিটন ও সাবিনা ইয়াসমিন দম্পতির মেয়ে।

নিহত লিসা মনির চাচা মোস্তাক হোসেন জানান, সকালে কাপড় শুকাতে দেয়ার জন্য মা সাবিনা ইয়াসমিন মেয়ে লিসা মনিকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। এ সময় লিসা মনি অপর এক শিশুসহ বাড়ির সামনে রেললাইনের ওপর খেলতে যায়। মা সাবিনা ইয়াসমিন কাপড় শুকাতে দেয়ার সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চলে আসলেও তা খেয়াল করেননি। এ সময় দৌড়ে সরে আসার সময় লিসা মনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে লাইনের ধারে ছিটকে পড়ে। এতে লিসা মনি মাথায় আঘাত পায়। দ্রুত তাকে বোচাগঞ্জ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা কেরন।

বোচাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী জানান, কোনো আপত্তি না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এধরনের আরও সংবাদ