• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

পঞ্চগড়ে এক শ্রমিক নিহত, পুলিশ সদস্যসহ আহত অর্ধশতাধিক

সাংবাদিকের নাম / ৪৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ পঞ্চগড়ের ভজনপুরে সড়ক অবরোধের সময় পাথর শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর জুমার উদ্দীন নামে এক পাথর শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যায়।

সে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার মৃত দেবারু মোহাম্মদ এর ছেলে।

পুলিশ সুপার মো ইউসুফ আলী হাসপাতালে পুলিশ সদস্য ও আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো কায়সার আলম এক জনের মৃতের বিষয়টি নিশ্চিত করেন।
নিউজ ডেস্কঃ

উল্লেখ্য, পঞ্চগড়ের ভজনপুরে মাটি খনন করে পাথর উত্তোলনের দাবিতে আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় থেকে পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কের ভজনপুর এলাকায় অঘোষিত ভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে মাটি কাটা পাথর উত্তোলন কারী শ্রমিকরা।
বিক্ষোভকারীরা এসময় পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে ও পুলিশের একটি গাড়ী ভাংচুর করলে তাদের ছত্র ভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।

এসময় গণমাধ্যমসহ বেশ কয়েকজন আহত হয়।

এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


এধরনের আরও সংবাদ