• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন

নিয়মিত ক্লাসের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

সাংবাদিকের নাম / ৪৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্কঃ নিয়মিত ক্লাসের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করে তারা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা বেতন না পাওয়ায় গত ১৮ মাস ধরে শিক্ষার্থীদের ক্লাস নেয়া বন্ধ রেখেছে। এ অবস্থায় সেশন জটে পরতে যাচ্ছে শিক্ষার্থীরা। উপায় না পেয়ে নিয়মিত ক্লাসের দাবিতে তারা আন্দোলন করতে বাধ্য হয়েছে। শিক্ষাথীরা ঐক্যবদ্ধ হয়ে সকাল ১০ টা থেকে সড়কে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলে প্রশাসনের পক্ষ থেকে ৭ দিনের সময় নিয়ে বিষয়টি সমাধানে আশস্ত করা হলে বেলা ১২টায় অবরোধ তুলে নেয় তারা।
এ সময় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিনুল ইসলাম বলেন, আগামী ৭ দিনের মধ্যে বিষয়টি সমাধান না হলে জেলায় শান্তিপুর্ন আন্দোলনের পাশাপাশি ঢাকায় আন্দোলনে জোরদারের পরামর্শ দেন তিনি।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.