• রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

নভোএয়ার বিমান কোম্পানির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী

সাংবাদিকের নাম / ৬৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০


নিউজ ডেস্কঃ নভোএয়ার বিমান কোম্পানির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ের এজেন্সীদের নিয়ে কেক কেটে উদযাপন করা হয়েছে। গতকাল সৈয়দপুর নভোএয়ার জোন এর উদ্যোগে জেলা শহরের টিএফসি রেষ্টুরেন্টে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় সৈয়দপুর জোনের মার্কেটিং এন্ড সেলস্ ইনচার্জ বাপি রহমান বাপ্পা, জেলার এজেন্সী মাহিন ট্রাভেল্স এর প্রোপাইটর মুরাদ হোসেন, পাপন সেলস্ এর প্রোপাইটর মামুন, বিভা এয়ারলাইন্স এন্ড ট্যুরর্স এর প্রোপাইটর জিয়াউর রহমান বকুল, এস এস ট্রাভেল্স এর প্রোপাইটর রফিকুল ইসলাম রোহান, মেদেী ট্রাভেলস্ এর প্রোপাইটরসহ জেলার আরো কয়েকটি এজেন্সীর প্রোপাইটররা উপস্থিত ছিলেন। পরে সেখানে এজেন্সীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় সৈয়দপুর জোনের মার্কেটিং এন্ড সেলস্ ইনচার্জ বাপি রহমান বাপ্পা জানায় আপানাদের সেলস্ এর কারনে নভোএয়ার আজ ভাল অবস্থায় পৌছেছে। নিয়মিত দেশ ও দেশের বাইরে যাতায়াতে বিশেষ ভুমিকা পালন করছে। আমরা আশা করছি আগামীতে আরো একটি ফ্লাইট সৈয়দপুর ঢাকা রুটে যুক্ত করার চিন্তা করছেন কর্তৃপক্ষ। তবে চাই আপনাদের আন্তরিকতা। আপনাদের ও যাত্রীদেও সুবিধার্থে আমাদের কোন ঘাটতি থাকলে অবশ্যই আমাদের অবগত করবেন। আমরা সর্ব্বোচ্চ চেস্টা করবো তা পুরণ করার। পরে এজেন্সী প্রোপ্রাইটররা নভোএয়ার কোম্পানীর সফলতা কামনা করেন।


এধরনের আরও সংবাদ