• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

নওগাঁ সাপাহারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সাংবাদিকের নাম / ১০৫ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

মোঃ রনি : নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় দোলোয়ার হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মৃত দেলোয়ার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রশিদ এর ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দিঘীর হাট-নিতপুর সড়কের মিরাপাড়া গ্রামের অদুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল যোগে যাওয়ার পথেেএকটি ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক দেলোয়ার এবং দুলাল (৩০) নামের ভ্যানের এক যাত্রী গুরত্বর আহত হয়।
স্থানীয় এলাকাবাসি তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে করলে মোটরসাইকেল চালক দেলোয়ারের অবস্থা আশংকা জনক হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উন্নত চিকিৎসার জন্য নেয়ার পথেই আহত দেলোয়ারের মৃত্যু হয়। আহত ভ্যান যাত্রী দুলাল কলমুডাঙ্গা গ্রামের হকবুল এর ছেলে বলে জানা গেছে।


এধরনের আরও সংবাদ