• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ অপরাহ্ন

দ্রব্যমুল্যের উর্ধগতি দেশে সু-শাসন নেই, সরকারের পদত্যাগ করা উচিত -বিএনপি’র মহাসচিব-মির্জা ফখরুল

সাংবাদিকের নাম / ১৩০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্কঃ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মন্ত্রীরা আজ যা বলছেন তা ভেবে চিন্তে করেন না। সেই কথাগুলো অর্থনীতি ও জনগনের মধ্যে কি প্রভাব বিস্তার করছে তা লক্ষ্য করেন না। এখানে একদলীয় শাসন ব্যবস্থা কাজ করছে। এভাবে বাংলাদেশ চলতে পারে না। যার ফলে শু-সাশনের অভাব হচ্ছে। আর সু-শাসনের অভাবে ব্যর্থ রাস্ট্রে পরিনত হয়েছে। স্বাধীনভাবে চলতে দেয়া হচ্ছে না। একদীলয় শাসন ব্যবস্থাকে পাকা করতে শুরু থেকেই
প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোকদের প্রাধান্য দিচ্ছে। দ্রব্যমুল্যের উর্ধগতিসহ দেশে সু-শাসন নেই, ফলে সরকারের পদত্যাগ করা উচিত।
ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা হয়েছে বলে উল্লেখ্য করে তিনি বলেন তারা নিজেদের প্রভু মনে করেন। সবকিছু তাদের নিয়ন্ত্রনে রাখতে চায়। সভা সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার থাকলেও তা করতে দেয়া হচ্ছে না।

আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.