• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

দ্বিতীয় টি-২০ ম্যাচ নিয়ে সুখবর

সাংবাদিকের নাম / ২০১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: বাংলাদেশ ও ভারতের দ্বিতীয় টি-২০ ম্যাচের জন্য সুখবর দিয়েছেন ভারতীয় আবহাওয়াবিদরা। কেননা, যে ঘুর্ণিঝড়ের প্রভাবে ম্যাচ পণ্ড হওয়ার ভয় ছিল, সেই ঘুর্ণিজড় ‘মহা’ অনেকটাই দুর্বল হয়ে গেছে। এবং সরে গেছে রাজকোটের পার্শ্ববর্তী এলাকা থেকে।

এর ফলে ম্যাচ গড়ানো নিয়ে এখন খুব বেশি শঙ্কা নেই আয়োজকদের।

আয়োজকরা জানিয়েছেন, অত্যাধুনিক ড্রেনেজ ব্যবস্থা থাকার কারণে এই মাঠে বৃষ্টির কারণে খেলার পণ্ড হওয়ার সম্ভাবনা নেই। বৃষ্টিতে থামলে খেলা শুরু করা মাঠ কর্মীদের সময়ের ব্যাপার। তবে, ঘৃর্ণিঝড় সরে যাওয়া ম্যাচের দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কমে গেছে।

এদিকে আজও সৌরাষ্ট্রে বৃষ্টি হয়নি, ছিলো ঝলমলে রোদ। এরইমধ্যে মাঝে দুই দল সেরেছে প্রথম দিনের অনুশীলন। আগামী ৭ নভেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত।


এধরনের আরও সংবাদ