• বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

দুর্নীতিবাজের কারণে পার্টির বদনাম হতে পারে না: কাদের

সাংবাদিকের নাম / ২৪০ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

নিউজ ডেক্সঃ কতিপয় দুর্নীতিবাজের কারণে দল ও দেশের এত উন্নয়ন-অর্জন ম্লান হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অন্যায়, অপকর্ম ও টেন্ডারবাজির বিরুদ্ধে কেবল ঢাকায় নয়, সারাদেশেই এ অভিযান চলবে বলেও জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, আজকে শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। এ লড়াইয়ে আমাদের জিতবে হবে। অপকর্ম, চাঁদাবাজি -টেন্ডারবাজির বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে। গুটি কয়েক দুর্নাম গুটি কয়েক দুর্নীতিবাজের কারণে গোটা পার্টির বদনাম হতে পারে না।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, যারা আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের সুযোগ করে দিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে।

কামরুল বলেন, ‘কেবলমাত্র ক্যাসিনো বন্ধ করলে চলবে না, কেবল যারা দুর্নীতি করে এ সমস্ত অসাধু ব্যক্তিদের, জীবনে যারা আওয়ামী লীগ করেনি, কিন্তু আমরা কেন ফ্রিডম পার্টি ও জামাতের লোকদের ঠাঁয় দেবো। যারা এ সমস্ত লোকদের আমাদের দলে এনেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’      


এধরনের আরও সংবাদ