• বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

দিনাজপুরে হোম কোয়ারেন্টিনে থাকা একজনের মৃত্যু

সাংবাদিকের নাম / ৫৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২০

নিউজ ডেস্কঃ দিনাজপুরের বিরামপুরে এক ব্যক্তি করোনা সন্দেহে নিজ বাড়িতে মারা গেছেন। তার বাড়ি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তপসী গ্রামে। তার নাম ফরহাদ হোসেন অপি । বয়স ৪০। তিনি গত কয়েকদিন আগে কুমিল্লা থেকে জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে বাড়িতে আসে। বিষয়টি সে গোপন রেখেছিল।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাতে মারা যায়। প্রশাসন জানতে পের ওই বাড়ির চার সদস্যকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ফরহাদ হোসেন কুমিল্লায় কৃষি শ্রমিকের কাজ করতেন। তিনি কুমিল্লায় যে বাড়িতে কাজ করতেন সেই বাড়ির মালিক সম্প্রতি সৌদি থেকে দেশে ফিরেছেন। ওই বাড়ির সবাই হোম কোয়ারেন্টিনে ছিলেন। ১০-১২ দিন আগে ফরহাদ জ্বর, সর্দিতে আক্রান্ত হয়ে কুমিল্লা থেকে পালিয়ে নিজ বাড়িতে আসেন। এছাড়াও সে জন্ডিসেও আক্রান্ত ছিলেন। ফরহাদ বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে বাড়িতে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে থাকেন।

সোমবার ভোরে তিনি মারা যান। ফরহাদ মারা যাওয়ার পর ওই পাড়ায় যাতে কোনও লোক ঢুকতে বা বের হতে না পারে সেজন্য গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী জানান, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। বাড়ির সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস জানান, খবর পেয়ে মেডিকেল টিম সেখানে গেছে। নমুনা সংগ্রহ করে আইডিইসিআর এ পাঠানো হচ্ছে।


এধরনের আরও সংবাদ

Editor: Ataur Rahman
News editor : Joherul Islam
email: newsnat24@gmail.com
Phone: 01717253362, 01744367842
N.C Road, Thakurgaon.